ঢাকারবিবার , ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কামারখন্দে অসহায় যমজ ৩ সন্তানের পাশে দাঁড়ালেন সহকারী পুলিশ সুপার শাহীন

যুগের কথা ডেস্ক
মে ১৫, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃরাইসুল ইসলাম রিপন,কামারখন্দ প্রতিনিধি :

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত লোকমান হোসেনের স্ত্রী ও বাচ্চাদের খাবারের জন্য নগদ অর্থ সহায়তা তুলে দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) শাহীনুর কবির শাহীন।

রবিবার (১৫ মে) বিকেলে উপজেলার কোনাবাড়ীতে লোকমান হোসেনের নিজ বাড়িতে গিয়ে তার স্ত্রী’র হাতে নগদ অর্থ প্রদান করেন। এসময় যমজ ৩ সন্তান সিয়াম, লামিয়া ও লাবণ্য এবং সাংসারিক সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। লোকমানের স্ত্রী শারমিন জাহান বিবিএস পাশ সেহেতু সুযোগ থাকলে স্থায়ী কর্মের ব্যবস্থার কথাও জানান তিনি।

তিন জমজ সন্তান রেখে ১৫ দিন আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে পিতা,তিন জমজ সন্তানের প্রতিদিনের দুধ কেনা ও সংসার চালাতে অসহায় হয়ে পড়েছে বিধবা শারমিন। এমন খবর ফেসবুকের মাধ্যমে জানতে পেরে পরিবারের পাশে দাঁড়ান তিনি।শাহীনুর কবির শাহীন বলেন, সামান্য অর্থের যোগান দিয়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছি মাত্র। সমাজের বিত্তবান ও যার যার সামর্থ অনুযায়ী পরিবারটির পাশে দাঁড়ানো উচিৎ।

উল্লেখ্য এর আগে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার বিধবা শারমিন জাহানের হাতে একটি সেলাই মেশিন তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।