মোঃরাইসুল ইসলাম রিপন,কামারখন্দ প্রতিনিধি :
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত লোকমান হোসেনের স্ত্রী ও বাচ্চাদের খাবারের জন্য নগদ অর্থ সহায়তা তুলে দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) শাহীনুর কবির শাহীন।
রবিবার (১৫ মে) বিকেলে উপজেলার কোনাবাড়ীতে লোকমান হোসেনের নিজ বাড়িতে গিয়ে তার স্ত্রী’র হাতে নগদ অর্থ প্রদান করেন। এসময় যমজ ৩ সন্তান সিয়াম, লামিয়া ও লাবণ্য এবং সাংসারিক সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। লোকমানের স্ত্রী শারমিন জাহান বিবিএস পাশ সেহেতু সুযোগ থাকলে স্থায়ী কর্মের ব্যবস্থার কথাও জানান তিনি।
তিন জমজ সন্তান রেখে ১৫ দিন আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে পিতা,তিন জমজ সন্তানের প্রতিদিনের দুধ কেনা ও সংসার চালাতে অসহায় হয়ে পড়েছে বিধবা শারমিন। এমন খবর ফেসবুকের মাধ্যমে জানতে পেরে পরিবারের পাশে দাঁড়ান তিনি।শাহীনুর কবির শাহীন বলেন, সামান্য অর্থের যোগান দিয়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছি মাত্র। সমাজের বিত্তবান ও যার যার সামর্থ অনুযায়ী পরিবারটির পাশে দাঁড়ানো উচিৎ।
উল্লেখ্য এর আগে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার বিধবা শারমিন জাহানের হাতে একটি সেলাই মেশিন তুলে দেন।