যুগের কথা প্রতিবেদক : আগামী ২২ মে সিরাজগঞ্জ সদর উপজেলা কাউন্সিলকে ঘিরে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. নুরুল ইসলাম সজলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকালে হাজার হাজার নেতাকর্মীরা সিরাজগঞ্জ সরকারী কলেজ মাঠে জমায়েত হয়। পরে কলেজ থেকে এক বিশাল শোডাউন বের হয়। শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নুরুল ইসলাম সজল, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক একরাম, জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ ছাত্র লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, এবং আওয়ামীলীগের বিভিন্ন সস্তে নেতা কর্মী এই মিছিলে অংশ গ্রহণ করেন।
এসময় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, আমি আসন্ন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। দলকে সুসংগঠিত করতে আমি প্রার্থী হয়েছি। বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আগামী ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয় করতে মাঠ পযার্য়ের নেতা কর্মীদের কে নিয়ে কাজ করে যাবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ কে লালন করি সব সময়। তৃণমূলের নেতা কর্মীরা আমাকে প্রাণ দিয়ে ভালবাসে। আসন্ন কাউন্সিলে আমাকে তারা ব্যাপক সারা দিয়েছে। এই শোডাউন তা প্রমান করেছে। তিনি আরও বলেন, কাউন্সিলে সুষ্ঠু হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবে। তাই সুষ্ঠু ও অবাদ কাউন্সিলের জোর দাবি জানাই।
এসময় ৯ টি ইউনিয়নের সভাপতি/সাধারন সম্পাদক ও আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।