ঢাকারবিবার , ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ৩২ লক্ষ টাকার হেরোইনসহ আটক ২

যুগের কথা ডেস্ক
মে ২০, ২০২২ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক :

মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের তাড়াশ থেকে ৩২ লক্ষ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

আটকরা হলেন, উল্লাপাড়া উপজেলার সিংহগাঁতী মধ্যপাড়া গ্রামের মৃত গোলবার হোসেনের ছেলে জমিন আলী (৩৬) ও একই উপজেলার বালশাবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে আবু ওয়াজকুরুনী (৩৫)।

শুক্রবার (২০ মে) দুপুরে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার এম. রিফাত-বিন-আসাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ মে) গভীর রাতে উপজেলার তাড়াশ-বারুহাস সড়কে অভিযান চালিয়ে দুজন মাদক কারবারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩২৫ গ্রাম হেরোইন ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৩২ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদক কারবারী দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোর, সিরাজগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাড়াশ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।