যুগের কথা প্রতিবেদক :
সিরাজগঞ্জের সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের খসড়া উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার ৩১ মে সকালে উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের হল রুম কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।
৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সেলিম রেজা এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ ওমর ফারুক।
২০২২-২০২৩ অর্থ বছরের জন্য বাজেটে ৫ কোটি ১৮লক্ষ ৮৪ হাজার ৫৭২ টাকা সম্ভাব্য আয় এবং ৫কোটি ১৭লক্ষ ৭৬হাজার ৫৭২ ব্যায় ধরা হয়।
এছাড়াও বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ২৫হাজার ২০০ টাকা।
এসময় উপস্থিত ছিলেন, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু,সাধারণ সম্পাদক জালাল উদ্দীন তালুকদার,থানা আওয়ামীলীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল কুদ্দুস, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন,ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি আবুল হোসেনসহ পরিষদের সকল ইউপি সদস্য এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এসময়, বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ জনগণের সাথে খোলামেলা আলোচনা করা হয়।