ঢাকারবিবার , ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক হত্যার প্রতিবাদে ও হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

যুগের কথা ডেস্ক
জুন ১০, ২০২২ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দিদাসগাঁতীর গ্রামের তরুন ও মেধাবী সাংবাদিক ডিবিসি নিউজের প্রাযোজনা নির্বাহী আব্দুল বারী-কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করা হয়েছে।

আজ সকাল ১১টায় সিরাজগঞ্জ প্রেশক্লাব চত্বরে এ মানববন্ধন এর আয়োজন করেন সিরাজগঞ্জ প্রেসক্লাব।

উক্ত মানববন্ধনে চ্যানেল ইনডিপেন্ডেন্ট এর জেলা প্রতিনিধি দিলিপ গৌড় এর সঞ্চালনায় সভাপতি করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ।

এসময় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু,প্রেসক্লাবে সহ সভাপতি ইসরাইল বাবু,প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার,প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনর রশিদ,সহসভাপতি এসএম তফিজ উদ্দিন, হাসান,সাংগঠনিক সম্পাদক  হীরক গুন,দৈনিক সিরাজগঞ্জ প্রতিনিধিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন,দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম,এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি জিন্না ফারুক,এনায়েতপুর প্রেশক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, রায়গঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মোনায়েম খান,বেলকুচি প্রেসক্লাবের সহ সভাপতি গোলাম মোস্তফা রুবেল,কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি দুলাল আহমেদ,সলংঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহআলী জয়,সিরাজগঞ্জ জেলা পূজা উদজাপন পরিষদের সভাপতি সন্তেশ কানু,হিন্দু বৌদ্ধ ঐক্য পরিশোধের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক,শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের হত্যা করে কলম থামিয়ে রাখা যাবে না,আব্দুল বারীকে যেখানে হত্যা করা হয়েছে সেখানে সিসি ক্যামেরা থাকলেও আজ ঘটনার তিনদিন অতিবাহিত হয়েছে অর্থচ এখনো হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন।তাই অতিবিলম্বে পুলিশ প্রশাসন যদি আসামীদের চিহ্নিত করে গ্রেফতার করতে না পারে তাহলে আমার সারাদেশে কঠোর কর্মসূচী ডাকবো।
তারা আরো বলেন আব্দুল বারী ছিলেন তার পরিবারের একমাত্র আয় উপার্জন কারি, তাকে হত্যা করাতে তার পরিবার হয়ে পড়েছে নিঃস্ব,তাই সরকারের পক্ষ থেকে তার পরিবারের দায়িত্ব নিয়ে আর্থিক ক্ষতি পূরণ দিতে হবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা রিপোর্টাস ইউনিটের সকল সাংবাদিক বিন্দু সহ জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সকল সাংবাদিক বিন্দু ও হিন্দু বোদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, বুধবার (৮ জুন) সকালে রাজধানী ঢাকার গুলশানে পুলিশ প্লাজার বিপরীত দিকে লেকের পাশের রাস্তা থেকে আব্দুল বারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তার পেট ও গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। আব্দুল বারী সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের আব্দুল্লাহ সেখের ছেলে। তিনি ডিবিসি নিউজের প্রযোজক হিসেবে কর্মরত ছিলেন। মহাখালী ওয়্যারলেস গেইট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।