যুগের কথা প্রতিবেদক:
মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থেকে ৪০৫ গ্রাম হেরোইনসহ মামুনুর রশীদ (৪২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। উদ্ধার করা ৪০৫ গ্রাম হেরোইনের আনুমানিক মুল্য ৪০ লক্ষ টাকা।
আটক মামুনুর রশীদ রাজশাহী জেলার মাটিকাঁটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
শুক্রবার (১০ জুন) দুপুরে র্যাব-১২’র মেজর (মিডিয়া অফিসার) এম.রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, গোপন সাংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের উল্লাপাড়ার সলঙ্গায় র্যাব-১২ হেডকোয়ার্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০৫ গ্রাম হেরোইনসহ মামুনুর রশীদকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও নগদ ৯শত টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪০৫ গ্রাম হেরোইনের আনুমানিক মুল্য ৪০ লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয়
মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারীকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।