ঢাকারবিবার , ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় বারের মতো জেলা মহিলা আ.লীগের সভাপতি স্বপ্না, সম্পাদক হাসনা

যুগের কথা ডেস্ক
জুন ১২, ২০২২ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না এবং সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাসনা হেনা।

রোববার (১২ জুন) বিকেলে জেলা শহরের শহীদ এম মনসুর আলী অডিটারিয়ামে আয়োজিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।

এর আগে দুপুরে সম্মলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুকিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শাফিয়া খাতুন।

সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্নার সভাপতিত্বে সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিরিন রুখসানা, জান্নত আরা তালুকদার হেনরী, সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সমাদ তালুকদার, অধ্যাপক ডা. হাবিবে মিলাত মুন্না এমপি ও প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপিসহ জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।