গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড সরবরাহকৃত টার্মসীট মোতাবেক এনডিপি কৃষকদের কাছে যায় এবং বীমা পলিসির জন্য প্রস্তাব পেশ করলে অভূতপূর্ব সাড়া মেলে। খুব অল্পসময়ের মধ্যে ৪ হাজার ১৫৮ জন কৃষক পলিসি করার ব্যাপারে আগ্রহী হয় ২০২২ বোরা মৌসুমে অসময়ে সৃষ্ট বৃষ্টিপাতের কারণে বোরো ধানের ক্ষয়-ক্ষতি পুষিয়ে নেয়ার অভিলাষে প্রিমিয়াম পরিশোধ করে। কৃষি বীমার ক্ষেত্রে সম্ভবত এটাই প্রথম ঘটনা যেখানে কৃষকগণ কোন প্রকল্প অনুদান ছাড়াই প্রিমিয়ামের শতভাগ টাকা নগদে পরিশোধ করে। এনডিপি মাঠ পর্যায় থেকে সংগৃহিত প্রিমিয়াম জিডিআইসি এর নিকট পলিসি প্রিমিয়াম হিসাবে পরিশোধ করে নির্দিষ্ট শর্তাধীনে আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বীমা বোরো-২০২২ মৌসুমের জন্য ৪ হাজার ১৫৮ জন কৃষকের পক্ষে একটি পলিসি খোলে।
এই প্রতিবেদন লেখার সময় বীমা মেয়াদ জুন ১৫, ২০২২ খ্রি. অতিক্রান্ত হয়েছে, এনডিপি থেকে বীমা কোম্পানীর সাথে সেল ফোনে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট বীমা কোম্পানী, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড থেকে এখনও কিছু জানা যায়নি, শিঘ্রই জানা যাবে বলে আশা করা যাচ্ছে।
বাংলাদেশে বিভিন্ন ধরণের বীমার আওতায় আছে দুইকোটিরও কম মানুষ। যেখানে সাধারণ মানুষ তথা কৃষক শ্রেণির অংশগ্রহণ খুব কম কিংবা নাই বললেই চলে। বিশ্লেষকরা বলছেন বীমা কোম্পানী গুলোর প্রতি মানুষের আস্থাহীনতা এই খাতে মানুষের অংশগ্রহণ কম হওয়ার অন্যতম কারণ। যদিও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং নিয়ন্ত্রক সংস্থা “ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি-ওউজঅ” উভয়ই বলছে বীমা নিয়ে নতুন আইন হয়েছে। ফলে এই খাতে শৃঙ্খলা ফিরে আসতে শুরু করেছে। অন্যদিকে এই প্রকল্পের উদ্যোগ থেকে বীমা বিষয়ে কৃষকদের মাঝে যে আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে সেটাকে অনুধাবন করে বীমা কোম্পানীগুলো অতি-মুনাফামুখি গতানুগতিক বীমা সেবা থেকে বেরিয়ে সত্যিকার অর্থে কল্যাণমূখী বীমা সেবা নিশ্চিৎ করতে সক্ষম হয় তাহলে বিপুল সংখ্যক সাধারণ মানুষ বীমার সাথে সম্পৃক্ত হবে সেকথা জোর দিয়ে বলা যায়।
আলোচ্য প্রকল্পের আওতায় বীমা পলিসি সিরাজগঞ্জ জেলার মানুষের জন্য একটি টেষ্ট কেস বলা যেতে পারে। এর পে-আউট প্রক্রিয়া যদি সহজতর হয়, কৃষকগণ যদি পলিসি থেকে ন্যুনতম উপকৃত হচ্ছে বলে প্রতিয়মান হয় তবে সিরাজগঞ্জে কৃষি বীমা বিস্তার অনেকদূর এগিয়ে যাবে এবং দেশের অন্যান্য অঞ্চলে এর সফল সম্প্রসারণ সহজতর হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।