যুগের কথা প্রতিবেদক: মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২’র সদস্যরা।
আটক ব্যক্তিরা হলো রায়গঞ্জের বারইভাগ (নয়াপাড়া) গ্রামের আব্দুল সাত্তার খানের ছেলে আব্দুল মমিন খান (২৭) ও তার স্ত্রী নাসরিন আক্তার (২৩)।
সোমবার (১৫ আগষ্ট) দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২’র মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়নের বারইভাগ (নয়াপাড়া) গ্রামে আব্দুল মমিন খানের বাড়ির নারিকেল গাছের নিচে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক কারবারীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।