যুগের কথা প্রতিবেদক:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চেয়ারম্যান ভদ্রঘাট হাট-বাজারে শুরু করেছেন ভাঙ্গা-গড়ার বানিজ্য। ইউনিয়ন পরিষদের জায়গা দাবি করে সেখান থেকে ভেঙ্গে দেওয়া হচ্ছে ক্ষুদ্র ব্যাবসায়ীদের ঘর। আর সেখানেই তিনি নির্মাণ করছেন মার্কেট। এর জন্য ব্যাবসায়ীদের নিকট থেকে নেওয়া হচ্ছে অগ্রীম টাকা। শুধু তাই নয়, নেওয়া হবে মাসিক ভাড়াও। এর ফলে একদিকে যেমন উচ্ছেদ করা ব্যাবসায়ীরা করতে পারছেন না ব্যবসা অন্যদিকে ঘর ভেঙ্গে দেওয়ায় ও চেয়ারম্যানের মার্কেটে উঠতে যাওয়ায় হচ্ছেন ক্ষতিগ্রস্ত।
সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৪০-৪৫ টি ব্যাবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দেওয়া হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় মাস খানিক আগে আগে ইউনিয়ন পরিষদের প্যাডে দোকান ও ব্যাবসা প্রতিষ্ঠান সরিয়ে নিতে একটি নোটিশ দেন চেয়ারম্যান। এরপরে তিনি গ্রাম পুলিশ দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করেন। পরবর্তীতে সেই জায়গাটিতেই তিনি শুরু করেন মার্কেট নির্মাণ। এবং সেখানে ব্যাবসায়ীদের আবার ভাড়া দেওয়া হবে মর্মে অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে। এছাড়াও নেওয়া হবে মাসিক ভাড়াও।
কোন ব্যবসা প্রতিষ্ঠান মালিক প্রতিষ্ঠান না ভাঙ্গতে চাইলেনা ইউনিয়ন ভদ্রঘাট যুবলীগের সভাপতি উজ্জলকে দিয়ে হুমকি ধামকি দিচ্ছে।
এবিষয়ে ভদ্রঘাট ইউপি চেয়ারম্যান বলেন আব্দুল মালেক বলেন, ইউনিয়ন পরিষদে জায়গায় ভদ্রঘাট কাঁচাবাজার প্রায় ৪০টি দোকান রয়েছে। ইউনিয়ন পরিষদের জায়গায় দোকান উচ্ছেদ করে নতুন করে দোকান পাট নির্মান করে ভাড়া দেওয়া হবে। ভাড়াকৃত টাকা দিয়ে ইউনিয়ন আওয়ামীলীগকে চালাতে হবে।
কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মেরিনা সুলতানা বলেন, ভদ্রঘাট বসজারে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের জায়গায় দোকানপাট উচ্ছেদের জন্য চেয়ারম্যানের স্বাক্ষরিত চিঠি আমার দফতরে প্রেরন করেছে। কিন্তু সেই জায়গায় পরিষদের অর্থায়নে মার্কেট নির্মান করার জন্য কোন প্রকল্প গ্রহন করা হয়নি। চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে পরিষদের জায়গায় কোন মার্কেট নির্মান করতে পারে না। মার্কেট নির্মান করতে হলে অবশ্যই স্থানীয় সরকার বিভাগ থেকে অনুমতি নিতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।