ঢাকাসোমবার , ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালিত

যুগের কথা ডেস্ক
আগস্ট ১৬, ২০২২ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

শাহিন রেজা :সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১৫ আগস্ট)রবিবার সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.রাম পদ রায় এর সভাপতিত্বে জেলা সহকারী পরিসংখ্যান মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তফা মঈন উদ্দিন, মেডিকেল অফিসার ডা.মো: রিয়াজুল ইসলাম,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ইমান আলী,জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মোঃ শাহ আলম,সিনিয়র মেডিকেল টেকনলোজিষ্ট মোঃ নজরুল ইসলাম, জেলা ইপিআই তত্ত্বাবধায়ক মোঃ গোলজার হোসেন,স্টেনো (ইনচার্জ) সমিত কুমার সরকার,ফটোকজিয়ার মোঃ সাহেব আলী সহ রেড ক্রিসেন্ট কর্মী মোছা: জান্নাতি খাতুন।

এসময় সভাপতির বক্তব্যে ১৯৭৫ এর ১৫ আগস্ট সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন” সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি হত্যা করা হয়েছিলো বাঙ্গালী জাতিকে। “সেদিন কেঁদেছিলো আকাশ,ফুপিয়েছিলো বাতাস,বৃষ্টিতে নয় ঝড়ে নয়,এই অনুভূতি ছিলো সেদিন পিতা হারনোর শোকে, প্রকৃতি কেঁদেছিলো মানুষ কাঁদতে পারেনি, ঘাতকের উদ্ধত রক্ত চক্ষু তাদের কাদতে দেয়নি।তবে বাংলার প্রতিটি ঘর থেকে এসেছিলো চাপা দীর্ঘশ্বাস”।
তিনি আরো বলেন,এই শোকের দিনকে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে সকলের।

সভার শুরম্নতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও দোয়া পাঠ করেন কেল্ড চেইন টেকনিশিয়ান কে এম জুলফিকার আলী ও গীতা পাঠ করেন জেলা পাবলিক হেলথ নার্স অরুনা বিশ্বাস।

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।