যুগের কথা প্রতিবেদক: “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা এ মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বড়ধুল ইউনিয়নের চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লা,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহাদ ইবনে সালাম, কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল,সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৩০টি প্যাভিলিয়নে উপজেলার বিভিন্ন দপ্তর এতে অংশগ্রহণ করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।