ঢাকারবিবার , ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

যুগের কথা ডেস্ক
নভেম্বর ১২, ২০২২ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর মনির হোসেন (১৮) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) ভোরে শাহজাদপুরের রূপপুর করতোয়া নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

নিহত মনির হোসেন  উপজেলার পৌর সদরের রূপপুর পুরানপাড়া গ্রামের রিকশা চালক মো: হারুন অর রশিদের ছেলে এবং শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
এ ঘটনায়, নিহতের ফুপাতো ভাই ইমরান হোসেন জানান, গত বৃহস্পতিবার দুপুরের খাওয়া দাওয়া শেষে বন্ধুদের সাথে বেড়াতে বের হয়। এরপর সে ওইদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সাথে নৌকা যোগে করতোয়া নদীতে ঘুরে বেড়ায়। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও সে আর বাড়ি ফেরেনি। তাকে অনেক খোঁজাখুজি করেও আর পাওয়া যায়নি। সেই থেকে দু‘দিন ধরে সে নিখোঁজ ছিল। শনিবার ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা তার মরদেহ নদীর পানিতে ভাসতে দেখে মনিরের বাড়িতে খবর দেয়। বিষয়টি পুলিশকে অবগত করায় হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এদিকে নিহতের মরদেহ দেখতে শত শত নারী, পুরুষ ও শিশুরা ভীড় জমায়।

এ বিষয়ে,শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।