কামারখন্দ প্রতিনিধিঃ সমাজিক অবক্ষয় রোধের মাধ্যমে ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা ক্লাব প্রতিনিধিদের অংশগ্রহণ-২০২২ উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে ইয়াং লিডারস্ কনফারেন্স ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনর আয়োজনে শনিবার (১৯ নভেম্বর) সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়াম রুমে ইয়াং লিডারস্ কনফারেন্স ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা,মেরিনা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ-৬৩(কামারখন্দ -২)আসনের জাতীয় সংসদ সদস্য ডঃ হাবিবে মিল্লাত মুন্না (এমপি)।
এসময়ে আরো বক্তব্য রাখেন,কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম শহিদুল্লাহ সবুজ,স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনর নির্বাহী পরিচালক ডঃ নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী,উপজেলা আওয়ামিলীগের সভাপতি সেলিম রেজা সেলিম।
এসময়ে উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান,ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকবুল হোসেন,ঝাঐল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ঠান্ডু, রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ আকন্দসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীরা।