ঢাকারবিবার , ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচিতে মাদ্রাসার সভাপতি-অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যর অভিযোগ!

শাহিন রেজা
নভেম্বর ১৯, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর আহকামুস- সুন্নাহ  ফাজিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ খান এবং অধ্যক্ষ মো: সাইফুদ্দিন আনছাড়ির বিরুদ্ধে  অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগের নামে মোটা অংকের অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে স্থানীয় ও জাতীয় পত্রিকায় উক্ত প্রতিষ্ঠানের একটি শুন্য পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়।

গত ১৯নভেম্বর উক্ত প্রতিষ্ঠানে সেই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পুর্ণ হলেও পরীক্ষার আগেই গোপনে বেলকুচি উপজেলার  মাহমুদপুর গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে শাহাদাৎ হোসেনের সাথে হয়েছে আর্থিক লেনদেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একই পদে দুই পরিক্ষার্থী  জানান,পরিক্ষার আগের মোটা অঙ্কের অর্থ নিয়ে  পরিক্ষার আগের রাতে তাদের পছন্দের প্রার্থীর কাছে প্রশ্ন পত্র দেয়া হয়েছে। ফলে প্রকৃত মেধাবী প্রার্থীরা এ নিয়োগ পাওয়া থেকে বঞ্চিত হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে মাদ্রাসা বর্তমান সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ খান বলেন,প্রতিষ্ঠানে নিয়োগের নামে কারো কাছে কোন অর্থ লেনদেন করা হয়নি। নিয়োগে অর্থ লেনদেনের বিষয়ে কারো অভিযোগ থাকলে তারা লিখিত অভিযোগ করুক।

প্রধান শিক্ষক সাইফুদ্দিন আনছারি বলেন, নিয়মতান্ত্রিক ভাবেই আমাদের প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পুর্ণ করা হয়েছে।এখানে কোন প্রকার অর্থ লেনদেন করা হয়নি।

এ বিষয়ে,উক্ত প্রতিষ্ঠানে ডিজির প্রতিনিধি হিসাবে দায়িত্ব প্রাপ্ত, বাংলাদেশ মাদ্রাসা অধিদপ্তরের পরিদর্শক ইমন আমির এর সাথে বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।