যুগের কথা প্রতিবেদক: সিরাজগঞ্জ পৌর সেচ্ছাসেব দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানুকে (৩৮)গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার বিকেলে সদর উপজেলার পৌর এলাকার ধানবান্ধী মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সুমন জানান,সদর উপজেলার পৌর এলাকার ধানবান্ধী গ্রামের বিষা শেখ এর ছেলে সানোয়ার হোসেন সানু একটি পরিবারের কাছে চাঁদা দাবি করেন।
পরবর্তীতে ভুক্তভোগী সেই পরিবার সদর থানায় অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলার দায়ের করা হয়েছে।
এছাড়াও ইতিপূর্বে তার নামে ৪৭টি মামলা রয়েছে এবং সাতটি মামলার ওয়ারেন্ট রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।