প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগে পদ সংখ্যা বৃদ্ধির দাবীতে মানববন্ধন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রাথমিকে ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে পদসংখ্যা বৃদ্ধির দাবীতে মানববন্ধন করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকরী প্রত্যাশীবৃন্দ। মঙ্গলবার সিরাজগঞ্জে জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গনে মানববন্ধন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দুই বছর করোনা মহামারীতে আমাদের অনেকেরই বয়স শেষ, আমরা সবাই হতাশায় দিনাতিপাত করছি। শূণ্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বৃদ্ধি করে নিয়োগের ব্যবস্থা করুন। আমাদের বাচতে দিন। নিয়মানুসারে প্রতিটি আসনে নির্দিষ্ট সংখ্যার তিনগুন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও বর্তমানে ৫৮ হাজারের বিপরীতে ৩২ হাজার নিয়োগ দেয়ার সিদ্ধান্ত গ্রহন করো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান মানিক, আনন্দ সাহা, রুবেল রানা, স্বপ্না খাতুন, নাজমুল হোসেন সহ বিভিন্ন উপজেলার চাকরী প্রত্যাশীবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।