জাল দলিল ডিস লাইন বেদখল ও চাঁদাবাজী মামলায় পলাতক আসামী হাফিজুল কারাগারে
হাফিজুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের মামুদাকোলা গ্রামের মোঃ আব্দুল বারিকের ছেলে।
সিরাজগঞ্জ যুগ্ন জেলা ও দায়রা জজ আদালত -১ এর বিচারক জেসমিন আক্তার হাজতি হাফিজুলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।
যুগ্ন জেলা ও দায়রা জজ আদালত সিরাজগঞ্জ-১ ও বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর রাস্ট্র পক্ষের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোঃ রফিকুল ইসলাম জামিনে ঘোর আপত্তি করলে এবং জাল দলিল তৈরী করে বাদীর ডিস লাইন ব্যবসা জবর দখল বিল উত্তোলন ও বাদীর আর্থিক ক্ষতির বিষয়টি উপস্থাপন করলে বিচারক উভয় পক্ষের শুনানী শেষে মামলার নথিপত্র দেখে জামিন না মঞ্জুর করেন।
এর আগে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী হাফিজুল আদালতে আত্নসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
গত ১৮ এপ্রিল আদালতে চার্জ গঠনের দিনেও জামিনের প্রার্থনা করলে জামিনের শুনানী হয় এবং চার্জ গঠনের জন্য পরবর্তি ২৫ জুন দিন ধার্য হয়।
উল্লেখ্য ওহী এন্টারপ্রাইজের কর্মচারী হাফিজুল ইসলামকে বিভিন্ন অনিয়মের কারণে ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে চাকুরিচ্যুত করলে হাফিজুল জাল/ভুয়া দলিল তৈরী সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌর এলাকার কয়েকটি মহল্লার ডিস লাইন বেদখল করে অবৈধভাবে বিল উত্তোলন করে ও গ্রাহকদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে এবং ওহী এন্টারপ্রাইজের অন্যান্য বিল আদায়কারীদের ভয়ভীতি দেখায় ও চাঁদা দাবী করে। পরে ওহী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এটিএন বাংলা ও এটিএন নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসান বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জ-২৪/৪/২০২৩