যুগের কথা প্রতিবেদক: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় সিরাজগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১৬ জুন) দুপুরে জুমার নামাজ শেষে শহরের বাজার স্টেশন চত্বরে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিকে, সমাবেশ উপলক্ষ্যে শহরের মোড়ে মোড়ে মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
এসময় বক্তারা নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বলেন, নির্বাচনে অনেক ভোট কারচুপি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। কর্মীদের ওপর হামলা হয়েছে। মেয়র প্রার্থীর ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করেছে।
বক্তারা আরও বলেন, এখন বাংলাদেশের মানুষের কোনো অধিকার নেই। তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। এই সরকার জনগণের সরকার নয়। এই সরকারের আধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচন চাই না।সরকার এই নির্বাচন দিয়ে জনগণের সঙ্গে তামাশা করেছে। এই তামাশার নির্বাচন বন্ধ করুন। আমরা নির্বাচন কমিশনের পদত্যাগ চাই। এই সরকারের নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচন চাই না।
বরিশালে হাতপাখার প্রার্থী মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাইসহ নেতাকর্মীদের ওপর সন্ত্রাসীদের বর্বর হামলার প্রতিবাদ এবং ব্যর্থ সিইসির পদত্যাগ দাবিতে এই কর্মসূচির আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা মো. জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক হাফেজ হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শহিদ আমিন, যুবনেতা ইমরান, আল-আমিন, ইমরান খান, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা রেজাউল করিম, আলী আশরাফ প্রমুখ।