ঢাকাবৃহস্পতিবার , ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কামারখন্দে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

রাইসুল ইসলাম রিপন
অক্টোবর ২৭, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

 কামারখন্দে প্রায় ছয় ঘন্টার ব্যবধানে ট্রেন দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ছয়টায় উপজেলার হালুয়াকান্দি ঈদগা মাঠের পাশে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ফারজানা নামের এক নারীর মৃত্যু হয়েছে।
ফারজানা পাবনা জেলার সুজানগর উপজেলার সাবির ভিটা এলাকার বাসিন্দা। ওই নারী কামারখন্দ উপজেলার এক আত্মীয়র বাসায় বেড়াতে এসেছিলেন বলে জানান স্থানীয়রা।
এদিকে বেলা সাড়ে ১২টায় জামতৈল রেলওয়ে স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ট্রেনের খাবার পরিবেশ করা বিল্লাল হোসেন ব্রাদার্স কোম্পানির (বিবিসি) এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনে খাবার পরিবেশন করা সাদা পোশাক পরিহিত বিল্লাল হোসেন ব্রাদার্স কোম্পানির (বিবিসি) এক কর্মচারী প্ল্যাটফর্মে নেমে কিছু একটা কেনার চেষ্টা করেন। এরমধ্যেই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দিলে দৌড়ে গিয়ে ট্রেনে উঠার চেষ্টা করলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায় এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার প্রভাত কুমার দাস দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে এক নারীর মৃত্যু হয়।এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে খাবার পরিবেশ করা এক ব্যক্তি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনেই কাটা পড়ে মৃত্যু হয়।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান হয়েছে। এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়া ব্যক্তির বিষয়টি শুনেছি ঘটনার স্থলে পুলিশ পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।