যুগের কথা প্রতিবেদক : সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সিরাজগঞ্জে মহাসড়কে পন্যবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।
এসময় আরো বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছেন তারা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঔল অভার ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, সকালে কামারখন্দের ঝাঐল এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামি একটি পণ্যবাহি ট্রাকে আগুন দেয় অবরোধকারী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটির কেবিন পুরে গেছে। এর আগে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. সামিউল আলম জানান, আগুন দেওয়া ট্রাকটির সামনের কেবিন সামান্য ক্ষতি এবং গ্লাস ভেঙে গেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায়,এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।