সিরাজগঞ্জ ২ (সদর-কামারখন্দ) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. জান্নাত আরা হেনরীর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণা শুরুর দিনে বিকেলে এসএস রোডস্থ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিল শেষে এসএস রোড সড়কে গণসংযোগ সহ উন্নয়ন প্রচার শুরু করেন ড. জান্নাত আরা হেনরী।
দোয়া মাহফিল পরে সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের অন্তর্গত ১৫টি ওয়ার্ডের ৪০টি কেন্দ্র কমিটি জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ড. জান্নাত আরা হেনরীর নিকট হস্তান্তর করেন সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারন সম্পাদক সেলিম আহমেদ।
দোয়া মাহফিলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল খান, সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভূইয়া, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল বারী সেখ, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ সহ জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগ, কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।