যুগের কথা প্রতিবেদক: প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৩ এর ফলাফলে লামইয়া মির্জা (১১) ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে সিরাজগঞ্জের তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
লামইয়া মির্জা তাড়াশ পৌরসভার খানপাড়া মহল্লার ব্যবসায়ী মির্জা শরীফ আহম্মেদের মেজ মেয়ে। সে ভবিষ্যতে চিকিৎসক হতে আগ্রহী। লামইয়া মির্জা এ সাফল্যে অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে লামইয়া মির্জার চাচা সাব্বির মির্জা এ তথ্য নিশ্চিত করে জানান, গত বুধবার প্রকাশিত পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফলে আমার ভাতিজি ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। ভবিষ্যতে সে চিকিৎসক হয়ে দেশ ও দশের সেবায় আত্মনিয়োগ করার জন্য সে সকলের নিকট দোয়া প্রার্থী।
এ প্রসঙ্গে তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, লামইয়া মির্জা আমার বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। এ উপজেলা থেকে অনেক শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিলেও শুধু মাত্র লামইয়া ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। আমি তার জীবনের সাফল্য কামনা করছি। ###