ট্রেনের একটি টিকিট পেতে ৫৪৬ জনের চেষ্টা
ঈদ যাত্রার ট্রেনের আগামী ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পেতে রেল সেবা অ্যাপে ৫৪৬ জন চেষ্টা করছেন। এদিন রেল সেবা অ্যাপে হিট পড়েছে ৮২ লাখ। প্রথম তিন ঘণ্টাতেই পৌনে ১৭ হাজার টিকিটের মধ্যে ১৫ হাজার টিকেট বিক্রি হয়ে যায়।
বৃহস্পতিবার (২৮ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার এ তথ্য জানান৷
এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে৷ ঈদ উপলক্ষে এই অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে৷
এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে৷ ঈদ যাত্রাকে ঝামেলাহীন, নিরাপদ রাখার জন্য সকল ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান মাসুদ সারওয়ার। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ, ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।