যুগের কথা প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) বিকেলে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল লতিফ টিটুর পরিচালনায় এবং উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন; উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, পৌর আওয়ামীলীগের সভাপতি এবং পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শফিউল আলম হ্যাভেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মজনু মিয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, জেলা যুবলীগের সদস্য এবং উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক এস. এম. তোফায়েল ইসলাম বকুল, আওয়ামীলীগ নেতা নবী নেওয়াজ খাঁন বিনু প্রমুখ।
মতবিনিময় সভা শেষে উপস্থিতিদের মাঝে ইফতারি বিতরন করা হয়।