ঢাকাস্থ রাশিয়ান হাউসের আয়োজনে এবং মহাখালি উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার স্লাভিক বর্ণমালা ও সংস্কৃতি দিবস উদযাপন করা হয়েছে।
দুই শতাধিক শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানে ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পি. দ্ভইচেনকভ শিক্ষার্থীদের ঐতিহাসিক দিনটির ইতিহাস সম্পর্কে অবহিত করেন। এসময় তিনি বলেন, এই দিনটি ১৯ শতকের গির্জার ঐতিহ্যেকে বহন করে এবং প্রতি বছর মে মাসে কিরিল ও মিফুদি স্মরণে দিবসটি পালন করা হয় ।
অনুষ্ঠানে স্লাভিক সাহিত্য ও সংস্কৃতি দিবস উদযাপনের অংশ হিসাবে স্কুল শিক্ষার্থীদের জন্য রাশিয়ান বর্ণমালার অক্ষর লেখার উপর একটি সৃজনশীল ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কিরিল ও মিফুদির আবিস্কৃত স্লাভিক বর্ণমালার উপর প্রেজেন্টেশনও দেখানো হয় অংশগ্রহণকারীদের।
আয়োজনের সমাপ্তিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে স্যুভেনির উপহার দেয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।