শাহিন রেজা: সিরাজগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩২০ বোতল ফেন্সিডিল এবং ১৭০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ ডিবির ওসি জুলহাজ উদ্দীন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিবির অফিসার ও ফোর্সসহ শনিবার (১জুন) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি সময় ফাহমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে বাস ড্রাইভার মোহাম্মদ নয়ন(৪১), নামের ব্যক্তিকে ৩২০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
আটক নয়ন লালমনিরহাট জেলার মোগলহাট থানার
কাকেয়া টেপা গ্রামের আবদুল জব্বারের ছেলে।
অপরদিকে, একই দিনে সারে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্ত্বরের উত্তর পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে ০১টি বাস তল্লাশী চালিয়ে আল মারুফ হোসেন লিটন (২৫) নামের এক ব্যক্তিকে ১৭০গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটক মারুফ রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ফাজিলপুর ডাইংপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।