সিরাজগঞ্জের কামারখন্দে চর বাঁশবাড়িয়া গুচ্ছ গ্রামের একটি অসহায় অস্বচ্ছল পরিবারের একটি ঘর ভাংচুর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে বিপ্লব নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে ভুক্তভোগী সোনেকা বেগম নামের এক নারী উপজেলা প্রশাসন ও কামারখন্দ থানা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।
বিপ্লব বেলকুচি উপজেলার চর সমেশপুর গ্রামের আলী রেজার ছেলে। ওই যুবক মাদকসেবন ও মাদক বিক্রির সাথে জড়িত বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় ও লিখিত অভিযোগের সূত্রে জানা যায়,সোমবার রাতে এসে গুচ্ছ গ্রামের হুড়াসাগর নামে ২২ নং সোনেকার ঘরে ভাংচুর করেন এবং তাদের কাছে থেকে ২০ হাজার টাকার চাঁদা দাবি করেন বিপ্লব।
টাকা না দিলে তাদেরকে মারপিট করবে এবং ঘরে উঠতে দিবে না। এরপর থেকে পরিবারটি গুচ্ছ গ্রামের ঘরে ভয়ে যাচ্ছে না। বিপ্লব তাঁর ৮-১০ জনের একটি দল গুচ্ছ গ্রামের নিয়ে গিয়ে ফাঁকা ঘরের বারান্দায় মাদক সেবন করেন এবং গুচ্ছ গ্রামের মেয়েদেরকে উত্যক্ত করেন বলেও অভিযোগ পাওয়া যায়।
সোনেকা বেগম বলেন, ২০ হাজার টাকা দিতে হবে। না দিলে আমাদেরকে মারপিট করবে ঘরে যেতে দিবে না এজন্য আমরা গুচ্ছ গ্রামের ঘরে ভয়ে যেতে পারছি না। সোমবার রাতে আমাদের ঘরও ভাংচুর করেছে বিপ্লব কঠিন শাস্তি দাবি করি।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা.রেজাউল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে থানায় থেকে পুলিশ পাঠানো হয়েছিল আর অভিযুক্ত বিপ্লবকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। আশা করি খুব দ্রুতই তাকে গ্রেপ্তার করব।