ঢাকামঙ্গলবার , ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আ’লীগের নেতাদের সাথে গোপন বৈঠক ও জমি দখলের অভিযোগে সলঙ্গা থানা বিএনপির দুই নেতাকে শোকজ

যুগের কথা প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক: সিরাজগঞ্জ সলঙ্গায় আওয়ামীলীগের নেতাদের সাথে মামলায় নাম বাদ দেওয়া সংক্রন্ত গোপন বৈঠক ও আতাঁতের ঘটনা ও অন্যায়ভাবে জমি দখল করার অভিযোগে অভিযোগে বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (০৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশপ্রাপ্ত নেতারা হলেন- সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান মতি ও সলঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু।

পৃথক দুটি চিঠিতে বলা হয়, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান মতি চিঠিতে বলা হয়েছে সলঙ্গায় আওয়ামীলীগের নেতাদের সাথে মামলায় নাম বাদ দেওয়া সংক্রন্ত গোপন বৈঠক ও আতাঁতের ঘটনার খবর বিভিন্ন গণম্যাধমে ভাইরাল হওয়ায়। এবং সলঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চুর বিরুদ্ধে অন্যায়ভাবে জমি দখল করার অভিযোগে বিএনপির এই দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়।

এসব কর্মকাণ্ডে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। বিতর্কিত এসব কর্মকাণ্ডকে সংগঠন পরিপন্থী হিসেবে চিহ্নিত করেছে জেলা বিএনপি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জবাব দিতে বলা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখানে কোনো চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের স্থান নাই। আমরা দুই নেতার বিরুদ্ধে দখল ও আওয়ামীলীগের নেতাদের সাথে গোপন বৈঠকের অভিযোগে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এসব অভিযোগ প্রমাণ হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।