ঢাকাসোমবার , ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে মসজিদের সিড়ির নিচে পাওয়াগেলো ম্যাগজিন ও গুলিসহ দুটি শর্টগান

হুমায়ুন কবির সুমন
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জ সদর উপজেলার একটি মসজিদের ভিতরে সিড়ির নিচে ফেলে রাখা অবস্থায় দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলিসহ দুটি অত্যাধুনিক শর্টগান উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

গতকাল রোববার (০৮ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাঁতী রোড জামে মসজিদের ভিতরে সিড়ি নিচে থেকে ১টি ব্যাগে রাখা অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আজকে ফজরের নামাজ পড়তে মসজিদে এসে দেখি সিড়ির নিচে একটি কালো ব্যাগের ভেতর দুটি অস্ত্র কে বা কারা রেখে গেছে। পরে সদর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে অস্ত্র দুটি উদ্ধার করে নিয়ে যায়।

এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, রবিবার ভোরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাঁতী রোড জামে মসজিদের ভিতর সিড়ির নিচে একটি অস্ত্রের ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ব্যাগটি থেকে দুটি অত্যাধুনিক শর্টগান, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করে। এ বিষয়ে উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।