যুগের কথা প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দুই জনকে পিটিয়ে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এই রায় ঘোষণা করেন।
সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ মাস্টারের ছেলে (নিহতের চাচাতো মামা) নাছির উদ্দিন (৪০) ও সহিদুল ইসলাম সাচ্চা (৫০) একই গ্রামের মৃত সমেশ আলীর ছেলে ইসরাফিল হোসেন (৬৫)।
মামলার সূত্রে জানাযায়, উপজেলার কোদালিয়া গ্রামের আন্তাব আলীর জমির উপর দিয়ে পানির ড্রেন করার সময় আসামি সহিদুল ইসলাম সাচ্চার সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জেরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর আসামিরা আন্তাব আলীর ছেলে কাউছার ও মিল্টনকে এলোপাতাড়ি মারধর করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে কাউছার ও মিল্টন মারা যায়।
পরেরদিন নিহতের মা হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় হত্যা মামলা করে। দীর্ঘ শুনানী শেষে আসামিদের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করে আসামিদের জেল হাজতে প্রেরণ করেন।