ঢাকাসোমবার , ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তোফাজ্জল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাইসুল ইসলাম রিপন, কামারখন্দ প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে শামীম আহমেদকে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের কামারখন্দে বিক্ষোভ মিছিল ও সভা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সাধারণ শিক্ষার্থী।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সিরাজগঞ্জ জেলার সাবেক সংসদ সভাপতি সজীব আহমেদ মন্ডল,বাসদের কামারখন্দ উপজেলার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,ছাত্র ইউনিয়নের আরিফুল ইসলাম, সাধারণ শিক্ষার্থী ইয়াকুব ইসলাম,কেয়া খাতুন প্রমুখ।
সভায় বক্তরা বলেন, স্বৈরাচারী সরকারকে ছাত্র-জনতারা পতন করেছে আরেক স্বৈরাচারীরা দেশে লুটপাট, ভাংচুর, চাঁদাবাজি করছে। ছাত্ররা  চাঁদাবাজি, ভাংচুর ও লুটপাট করার জন্য আওয়ামী সরকার পতন করেনি।
বক্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে মোবাইল চুরি করার সন্দেহে পিটিয়ে হত্যায় তীব্র নিন্দা জানিয়ে বলেন,দেশের বড় বড় চোরেরা দেশের টাকা পয়সা নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করছে। আমরা কেউ কিছুই করতে পারিনি। অথচ একজন সাধারণ শিক্ষার্থীকে ভাত খাওয়ানের পর নির্মমভাবে হত্যা করা হলো।
ভাত,ডাল,তরকারির মূল্য একটি জীবন? বিচার বহিভূর্ত হত্যার বন্ধ ও অন্যায়ভাবে পরবর্তীতে কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা না করা হয় সেই দাবি করেন অন্তর্বতীকালীন সরকারের কাছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।