তোফায়েল আহমেদঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী শহিদুল বুলবুল কলেজ পরিচালনা কমিটির সভাপতি হলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস।
গত ২৯ সেপ্টেম্বর রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সরকার কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস কোনাবাড়ী শহিদুল বুলবুল কলেজ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক ভিপি শামীম খাঁন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু সহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।