যুগের কথা প্রতিবেদক: বৈষম্যবিরোধী ও সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করে গত ৪ আগস্ট পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন বিএনপি কর্মী মানিক শেখ।
মানিক শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারী গ্রামের মৃত সুরুজ শেখের ছেলে ।
পুলিশের গুলিতে আহত মানিক শেখ চিকিৎসার অভাবে যখন দুশ্চিন্তা ও হতাশাগ্রস্থ ঠিক তখনই তার পাশে দাঁড়িয়ে তার চিকিৎসার দায়িত্ব নেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
আহত মানিক শেখের চিকিৎসার দায়িত্ব নেবার বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র এই নেতা বলেন; বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় আন্দোলনে আহতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন; সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক আকাশ খন্দকার, সদস্য সোহেল রানা সহ মানিক শেখের পরিবারের সদস্যবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।