সিরাজগঞ্জের কামারখন্দ নাসরীন ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ অক্টোবর ) সকাল সারে এগারোটায় নাসরীন ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম ফজলুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম সাকলাইন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, বিএনপির নেতা হাবিল উদ্দিন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, বিএনপির নেতা হিলটন শেখ, লুৎফর রহমান,সাইদুল ইসলাম,আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ সোহেল মাহমুদ।
কামারখন্দ উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, হাজী কোরপ আলী কলেজ ছাত্রদলের আহবায়ক শামীম সরকার।
এর আগে কলেজের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী ও স্টাফরা ফুল দিয়ে সভাপতি রেজাতে রাব্বি উথানকে ফুল দিয়ে বরণ করে নেন। বক্তরা শিক্ষার মান উন্নয়ন ও বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা গতিশীল করার আহবান জানান।