ঢাকারবিবার , ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

সঞ্জু রায়, বগুড়া
নভেম্বর ৫, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

বগুড়ায় মাঝিরা সেনানিবাসে মঙ্গলবার সকালে আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল এর ৮৫তম সাঁজোয়া রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: খালেদ আল মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। এছাড়াও আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল এর কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ, বিজিবিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল উপস্থিত ছিলেন। তিনি নবীন সৈনিকদের দেশ মাতৃকার কল্যাণে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে বগুড়া এরিয়ার সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে মোট ২৩১ জন রিক্রুট অংশগ্রহণ করেন। অস্থায়ী নং ৮৬০২ রিক্রুট মো: মেহেদী সর্ব বিষয়ে সেরা হওয়ায় শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে নির্বাচিত হয়। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।