ঢাকারবিবার , ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে চলনবিলে রবিশস্য চাষ  নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা

যুগের কথা প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৪ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক: চলতি বছর দফায় দফায় ভারি বৃষ্টির কারণে চলনবিলে অন্যান্য বছরের তুলনায় পানির পরিমাণ অনেক বেশি ছিল। এতে বিলাঞ্চলের সিরাজগঞ্জ অংশে প্রায় ১ লাখ ৪৬ হাজার ১০ হেক্টর লক্ষমাত্রা চাষাবাদ ব্যাহত হচ্ছে।
বর্তমানে জলনিমগ্ন হয়ে আছে ফসলি জমি। এতে রবিশস্য চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

সাধারণত, নভেম্বরের শুরু থেকেই রবিশস্যের আবাদ শুরু করেন কৃষকরা। চলতি মৌসুমে বিলে এখনো পানি থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এই মৌসুমে সরিষা, রসুন, পেঁয়াজ, ধনিয়া, কালোজিরাসহ মসলা জাতীয় ফসলের আবাদ করা হয়। শীতকালীন সবজির মধ্যে খেসারি, চিনাবাদাম, গম-ভুট্টা ও আলু চাষ হয়। বর্তমানে বিলের ১ লাখ ৪৬ হাজার ১০ হেক্টর পানির নিচে তলিয়ে রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে চলনবিল থেকে পানি না সরলে সরিষাসহ রবিশস্য আবাদ ব্যাহত হতে পারে।

সূত্র আরো জানায় উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত চলনবিলের সিরাজগঞ্জ অংশে সবচেয়ে বেশি সরিষার আবাদ হয়। জেলার উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ ও শাহজাদপুরের বিলে ফসল আবাদ হয়। গত মৌসুমে এই জেলায় শুধু সরিষা আবাদ হয়েছিল ৮৫ হাজার ১৭০ হেক্টর জমিতে। এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯০ হাজার হেক্টর জিমিতে। অন্য রবিশস্য চাষের লক্ষ্যমাত্রা রয়েছে ৫৬ হাজার ১০ হেক্টর জমিতে।

কৃষকরা জানান, চলনবিলের উর্বর মাটিতে রবিশস্য আবাদ ভালো হয়। প্রতি বছরই সরিষা, রসুন, পেঁয়াজ ও শষার বাম্পার ফলন হয়ে থাকে। নভেম্বরের শুরু থেকেই কৃষকরা রবিশস্য আবাদ শুরু করেন। চলতি মৌসুমে বিলে এখনো পানি থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের কৃষক কুসা শেখ বলেন, চলনবিল ঘিরে ছোট ছোট অসংখ্য নদী, খাল ও বিল ছিল। নদীর মধ্যে বড়াল, আত্রাই, গুমানী, ইছামতি, করতোয়া, গোহালা, ভদ্রাবতী, বিলসূর্য, গাড়াদহ, কাকন-কানেশ্বরী, সরস্বতী, মুক্তাহার, নাগর, শালিকা, তুলসীগঙ্গা, বারণী ও ফুলজোড় নদী বয়ে গেছে। বর্ষায় এসব নদীর পানি উপচে বিলে প্রবেশ করে। পরে এসব নদী হয়েই বিলের পানি যমুনায় যায়।

সুজাদ আলী নামে অপর কৃষক বলেন, চলতি বছর দফায় দফায় বৃষ্টি, নদীতে অবৈধ মাছ শিকারের জন্য পানি প্রবাহ বাঁধাগ্রস্ত করা, যত্রতত্র পুকুর খনন, নদী দখল, কচুরিপানা জমে থাকাসহ নানা কারণে বিলের পানি ধীরগতিতে নামছে। যে কারণে রবিশস্য মৌসুম শুরু হলেও বিলের বেশিরভাগ অংশ এখানো পানির নিচে রয়েছে। তাই রবিশস্য আবাদ শুরু করতে পারছি না।

সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (উপ-পরিচালক) আ. জা. মু. আহসান শহীদ সরকার বলেন, এখন রবিশস্য চাষের ভরা মৌসুম। রবি মৌসুম শুরু হলেও বিলের জমি জলমগ্ন থাকায় চাষাবাদ শুরু করতে পারেনি কৃষকরা। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পানি না নামলে রবিশস্য আবাদ নিয়ে ঝুঁকির মুখে পড়তে পারেন কৃষক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।