তবে এখনি সিরিজ বিজয়ের চিন্তা মাথায় আনতে নারাজ টাইগার ভাইস ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তার কথা শুনে এমনি মনে হলো। তাদের ভাবনা, সিরিজ বিজয়ের আগে সিরিজে সমতা ফিরিয়ে আনাই প্রথম কাজ।
মিরাজ বলেন, দেখেন যেহেতু আমাদের সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনও দুইটা ম্যাচ আছে। আমরা দুইটা ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু পিছিয়ে আছি। যেহেতু একটা ম্যাচ খেলেছি এখানে।
এই সিরিজের আগে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে।
এ বিষয়ে মিরাজ বলেন, লম্বা সময় পর ওয়ানডে খেলছি। আপনি দেখেন সাত আট মাস আগে আমরা খেলেছি। সবার ভেতর ওই জিনিসটাও একটু কাজ করছিল যে, অনেকদিন পর আমরা ওয়ানডে খেলেছি। প্রস্তুতিটা ওভাবে নিচ্ছি। আশা করি, যেহেতু অনেকদিন পর খেলেছি, এই মাঠের একটা ধারণা হয়েছে। ভালো মোমেন্টাম কীভাবে নিতে হবে সেটার জন্য আমরা অনুশীলন করছি।
সূত্র :জাগো নিউজ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।