সিরাজগঞ্জের কামারখন্দে আবারও বেড়েছে চুরি মিটার চুরি করে মিটার বক্সের মধ্যে একটি বিকাশ নাম্বার রেখে গেছে চোর চক্রের সদস্যরা।
শনিবার ৯ নভেম্বর রাতে উপজেলার হায়দারপুর গ্রাম থেকে ৫টি,কাজিপুরা গ্রাম থেকে ২টি ও ঠাকুরঝীপাড়া গ্রাম থেকে ৯টি মিটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
হায়দারপুর গ্রামের মিটার মালিক জামাল সরকার জানান, সকালে আমার ভাই মেশিন ঘরে গিয়ে দেখে ঘরের সাথে লাগানো মিটারটি নেই। মিটারের জায়গায় খালি বক্সের ভিতরে একটি টোকেনের সাথে একটি ফোন নাম্বার লেখা। পরে আরো দুই একটি মেশিন ঘরে খোঁজ নিয়ে দেখা যায় তাদের মিটারও নেই । পরে ওই নাম্বারে ফোন দিলে চোর চক্রটি বলে এখন ঘুমাচ্ছি পরে ফোন দেন।
ঠাকুরঝিপাড়া পাড়া গ্রামের হাজী মুজাম্মেল জানান, আমি একটা দরকারে রাজশাহীতে এসেছি, সকালে আমার বাড়ি থেকে ফোন দিয়ে বলে মিটার চুরি হয়েছে। পরে খোঁজ নিয়ে দেখি শুধু আমার মিটার নয় আমার গ্রাম থেকে নয়টি মিটার চুরি হয়েছে। প্রতি মিটারের জন্য পাঁচ হাজার টাকা দিলে মিটার ফেরত দিবে বলে জানান চোর চক্র সদস্যরা।
কামারখন্দ পল্লী বিদ্যুৎ এর সহকারী জেনারেল ম্যানেজার মোক্তার হোসেন জানান, আমরা বিষয়টি শুনে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। কয়টি মিটার চুরি হয়েছে তা তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহন করবো।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো৷
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।