সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীগের সাধারণ সম্পাদক শম্পা রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) মধ্যে রাতে উপজেলার জামতৈল এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। গত (২৬ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার হয় বলে জানায় পুলিশ।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান,২৬ আগস্ট ছাত্র- জনতার আন্দোলনের সময় হামলা চালায়। সেই ঘটনার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।