সেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পর সারা বাংলাদেশের নেয় সিরাজগঞ্জের কামারখন্দে আনন্দ মিছিল থেকে ফিরে বাড়িতে এসে মৃত্যু বরণ করা সেই শিহাবের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে চেক প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে শিহাবের বাড়িতে গিয়ে তার ( স্ত্রী) ময়না খাতুনের কাছে চেক হস্তান্তর করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকার শিহাবের স্ত্রীর হাতে চেক প্রদান ও বিভিন্ন ধরনের ফল দেওয়া হয়েছে। উপজেলা ও জেলা প্রশাসকের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সহযোগী করব।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান,বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনকারী ও কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।