আন্তঃজেলা’র গরু চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জের কামারখন্দ থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্যে রাতে কামারখন্দ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার বাসিন্দা আব্দুর রাজ্জাক ওরফে টুটুল (৩৫), আরিফুল ইসলাম (৪২), জুলহাস শেখ (৫৮), ফারুক ওরফে আমেদ আলী (৩৫), দুলাল হোসেন (৩২), রাশেদুল ইসলাম (২৮), নওগাঁ জেলার মাইনুল ইসলাম (৫৫), সিরাজগঞ্জের হৃদয় শেখ (১৯) ও হেলাল মিয়া (৩৯)।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান,সীমান্তবাজার এলাকায় গরু চুরি ঘটনায় থানায় গত ৭ নভেম্বর একটি মামলা দায়ের হয়।এই ঘটনায় সার্কেলের সহকারি পুলিশ সুপার আদনান মুস্তাফিজ স্যারের নেতৃত্বে আন্তঃজেলা গরু চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন,শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়। এবং ৪জন আসামিকে ৭দিনের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।