যুগের কথা প্রতিবেদক: সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুলে ট্রাক বোঝাই কাঠের গাড়িতে চাঁদাবাজি করার সময় রিপন হোসেন (ফরেস্ট গার্ড) নামে এক জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ট্রিপল নাইনে ট্রাক চালক ও হেলপারের ফোন পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটক রিপন সদর উপজেলার জারিলা মধ্যপাড়া গ্রামের মো. আবু সিদ্দিক মন্ডলের ছেলে ও ইকোপার্কের ফরেস্ট গার্ডে কর্মরত আছেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, পৌর এলাকার কাঠেরপুলে ট্রাক বোঝাই কাঠের গাড়ীতে চাঁদা দাবি করলে ড্রাইভার মোকলেসুর রহমান ট্রিপল নাইনে ফোন করে। পরে পুলিশ ঘটনাস্থাল থেকে রিপন নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ফরেস্ট গার্ড রিপন ও তার বাহিনী প্রায়ই এ ধরনের চাঁদাবাজিতে লিপ্ত হয়। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের গোল চত্বর ও রহমতগঞ্জ এলাকায় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী বিভিন্ন কাঠের গাড়িতে প্রায়ই চাঁদাবাজি করেন বলেও অভিযোগ রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।