যুগের কথা প্রতিবেদক: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাই স্কুলের আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৭ম শ্রেণীর ছাত্র মোঃ তানভীর হাসান।
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাই স্কুলের
প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম, সিনিয়র শিক্ষক মির্জা গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম, অচিন্ত কুমার , জিয়াসমিন সুলতানা, পারভীন খাতুন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, রকিবুল হাসান, শামীম হোসেন, নাজমা খাতুন, শিউলি খাতুন, পূনিমা খাতুন, তাহমিনা খাতুন, কাওছার খান, হাবিবুল ইসলাম, রজব আলী, সালেহ আহমদ সৌরভসহ বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পুরস্কার প্রদান করা হয়।