ঢাকাবৃহস্পতিবার , ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুইজ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় গৌরব পাল 

রাইসুল ইসলাম রিপন, কামারখন্দ প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এর বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় সাধারণ জ্ঞানের “খ” ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে গৌরব পাল নামে এক শিক্ষার্থী।
গৌরব পাল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গৌরব রসুলপুর গ্রামের গৌতম চন্দ্র পাল ও গৃহিণী বেদনা রানী পালের দ্বিতীয় সন্তান।
গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতায় গৌরব সাধারণ জ্ঞানে দ্বিতীয় হয়ে মেডেল ও সার্টিফিকেট  অর্জন লাভ করেন। এর আগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাধারণ জ্ঞান ও ইংরেজিতে প্রথম এবং জেলা পর্যায়ে সাধারণ জ্ঞানে প্রথম ও ইংরেজিতে দ্বিতীয় হয়।
গৌরবের বাবা গৌতম পাল সন্তানের এ অর্জনে আপ্লুত। তিনি বলেন, সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের কাছেই গর্বের বিষয়। আমি চাই আমার ছেলে শুধু পড়ালেখায় নয়, মানুষ হিসেবেও বড় হোক এবং দেশের মানুষের জন্য কিছু করে দেখাক।
গৌরবের এই সাফল্যের পেছনে তার পরিবার ও শিক্ষকদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবিব স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে গৌরব পাল।
নিজের আগ্রহ ও স্বপ্নের কথা বলতে গিয়ে গৌরব পাল জানায়, ছোটবেলা থেকেই সাধারণ জ্ঞানের প্রতি ভালোবাসা জন্মেছে। পাঠ্যবইয়ের বাইরে মোবাইল ফোনে বিশ্বের নানা তথ্য ও সাধারণ জ্ঞানের খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করি। বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার ইচ্ছে ছিল, যদিও তা হয়নি, তবুও দ্বিতীয় হয়ে অনেক খুশি।
ভবিষ্যৎ স্বপ্ন প্রসঙ্গে গৌরব পাল জানায়, সরকারি বৃত্তি নিয়ে অস্ট্রেলিয়ার কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশের মানুষের জন্য কাজ করতে চায় সে ।
রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল আলম জানান,
গৌরবের এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। তার এই সাফল্যের পেছনে তার বাবা-মার ও অবদান সবচেয়ে বেশি। আমরা চাই সে আরও বড় কিছু করুক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।