ঢাকাবুধবার , ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কামারখন্দে ইউএনওর নির্দেশে মসজিদের এসি বন্ধ 

যুগের কথা প্রতিবেদক
মে ৭, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাইসুল ইসলাম রিপন, কামারখন্দ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের বিরুদ্ধে মসজিদের ছয়টি এসি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৬ মে) বিকেলে আছরের নামাজের পর মুসল্লিরা উপজেলা কেন্দ্রীয় মসজিদ চত্বরে কয়েক মিনিট ধরে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন।

সোহেল মাহমুদ খাঁন নামে এক মুসল্লি বলেন, “ইউএনও বলেছেন, মসজিদে এতগুলো এসি লাগানো প্রয়োজন নেই। এমনকি, এগুলো কে লাগাতে বলেছে তাও জানতে চেয়েছেন তিনি। ভারতে যেমন মুসল্লীদের নামাজ পড়তে দেয় না। আমাদের এখানে এখন এসি বন্ধ করেছে আবার কবে মনে হয় মসজিদের তালা ঝুলিয়ে দেয়। তিনি আরও বলেন আমরা আগামীকাল (মঙ্গলবার) জোহরের নামাজের আগে এসি চালু চাই। এতো গরমে মুসুল্লিরা এসি ছাড়া নামাজ আদায় করা কঠিন।

কামরুল ইসলাম নামে এক মুসল্লি জানান, কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মসজিদের এসি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অনেক বছর যাবত এই মসজিদে নামাজ আদায় করে আসছি। বিগত সময়ে কোন ইউএনও এমন করে নাই। আমরা ইউএনওর সিদ্ধানের প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত সময়ে এসি চালুর দাবী করছি।

কামারখন্দ উপজেলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী জানান, আমাদের মসজিদ ফান্ডে এখন টাকা নেই। যার কারণে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা কর্মকর্তা অনামিকা নজরুলের নির্দেশে এসি বন্ধ করা হয়েছে। এখানে আমার কিছু করার নেই। আর এসি কবে চালু হবে সেটাও জানি না।

এ বিষয়ে কামারখন্দ উপজেলা মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল জানান, তিন মাসে প্রায় ৫০ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে মসজিদের ফান্ডে টাকা না থাকার কারণে এসি বন্ধ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।