ঢাকাশুক্রবার , ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কষ্টি পাথরের মূল্যবান মূর্তি উদ্ধার, আটক ৩

হুমায়ুন কবির সুমন
মে ৯, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির সুমন : বগুড়ার শেরপুর থেকে ২৯ কেজি ওজনের মুল্যবান বিষ্ণুর কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদস্যরা। এসময় মূতি পাচারকারী ৩ সদস্যকে আটক করা হয়েছে। মূর্তিটির উচ্চতা ১৭ ইঞ্চি, প্রস্থ ১২ ইঞ্চি এবং ওজন ২৯ কেজি।
শুক্রবার (৯ মে) সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, বগুড়ার শেরপুর থানার আড়ং শাইল গ্রামের আব্দুস সালামের ছেলে নাসিম উদ্দিন (২৮), মৃত আলিমুদ্দিন প্রামানিকের ছেলে ফরিদ প্রামানিক (৩৫) ও মৃত রইস উদ্দিনের ছেলে বুলবুল আহম্মেদ (৪০)।

প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের (৮ মে) রাতে শেরপুর থানার রাজবাড়ী মুকুন্দ গ্রামের মাওলানা আল-আমিনের মাছের খাবারের ঘরের ভিতর অভিযান চালিয়ে বিষ্ণু মুর্তি উদ্ধার করা হয়। এসময় ৩ পাচারকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বিষ্ণু মূর্তিটি নিজ হেফজতে রেখে বিদেশে পাচারের চেষ্টার কথা স্বীকার করেছেন। এঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত মূতিসহ পাচারকারীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।