হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ার্তো আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সরকারি সফরে ঢাকা আসছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এ সফরে দুটি চুক্তি সই হতে পারে। সফরে বাণিজ্য ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ঢাকায় এসে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এছাড়া পিটার সিয়ার্তো বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন। ওই দিনই সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।