আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় লালমনিরহাট জেলা শহরের সাপটানা বাজার (দেববাড়ী)স্থ দেববাড়ী পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দূর্গাপূজা-২০২০ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন জেলা প্রসাসক আবু জাফর। বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান প্রমুখ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম স্বপন, দেববাড়ী পূজা উদযাপন পরিষদ পরিচালনা কমিটির তপন কুমার দেব, সমীর কুমার দেব, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলীসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।