দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল এর নির্দেশে রবিবার ২৫ অক্টোবর রাত ১: ৩০ ঘটিকার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জনতে পারে যে দর্শনা থানাধীন সদাবরি এলাকায় মাঠের মধ্যে রাস্তার পাশে অবস্থান করে কিছু দুষ্কৃতিকারী বাসি ব্যবহার করে পুলিশ পরিচয় দিয়ে সাধারণ পথচারীদের কে চেক করছে।এ খবর শোনার পর দর্শনা থানার এ এস আই মহিউদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান এবং উক্ত আসামিদের পালানোর চেষ্টা কালে তাদেরকে হাতেনাতে চারজন আসামিকে ধরে ফেলেন।
এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।